Header Ads

Header ADS

দিল্লির সুলতানী আমল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর - [MCQ]। Delhi Sultanate Questions and Answers -In Bengali

 

দিল্লির সুলতানী আমল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর - [MCQ]। Delhi Sultanate Questions and Answers -In Bengali



দিল্লির সুলতানী আমল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর - [MCQ]। Delhi Sultanate Questions and Answers -In Bengali

১ প্রশ্ন:কে কতুবউদ্দীন আইবেককে সুলতান উপাধী দেন?
উত্তরঃ গিয়াসউদ্দীন মাহমুদ,

২. প্রশ্ন: প্রথম জীবনে কোন তিনজন সুলতান কৃতদাস ছিলেন ?
উত্তর : কুতুবউদ্দীন, ইলতুতমিশ ও বলবন,

৩.প্রশ্ন:দিল্লীর সুলতানী যুগকে কিসের যুগ বলা হয়?
উত্তর: সংহতির যুগ,

8. প্রশ্ন: সুলতান কুতুবউদ্দীন আইবেকের রাজত্বকাল কত?
উত্তর: ১২০৬ - ১২১০ খ্রিঃ

৫. প্রশ্নঃ ১২০৬ - ১৫২৬ খ্রিঃ পর্যনত মধ্যযুগীয় ভারতে কয়টি রাজবংশ শাসন করে ?
উত্তর : ৫টি,

৬. প্রশ্ন: পাঁচটি রাজবংশের মধ্যে অন্যতম ছিল কোন বংশ?
উত্তর: দIস বংশ

৭. প্রশ্নঃ তরাইনের যুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি কে ছিল ?
উত্তর : কুতুবউদ্দীন আইবেক

৮. প্রশ্ন: ভারতে স্বাধীন সুলতানদের সুচনা হয় কার মাধ্যমে?
উত্তর: সুলতান কুতুবউদ্দীন আইবেকের

৯. প্রশ্ন: সুলতানী যুগের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর: শামসউদ্দীন কাইমুরস

১০. কার প্রতিনিধি হিসেবে কুতুবউদ্দীন দায়িত্ব পালন করেন?
উত্তর : মুহাম্মদ ঘোরির

১৯. প্রশ্নঃ কুতুবউদ্দীন কোথাকার বাসিন্দা ছিলেন ?
উত্তর: তুর্কিস্থানের

১২. প্রশ্নঃ তুর্কি ভাষায় আইবেক শব্দের অর্থ কী?
উত্তর: চন্দ্রদেবতা,

১৩. প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধে সংঘটিত হয় কত খ্ৰীঃ ?
উত্তরঃ ১৯৯২ খ্রীঃ

১৪.প্রশ্ন:কে" আমির- ই- আকুব” পদটি লাভ করেন?
উত্তরঃ কুতুবউদ্দীন আইবেক,

১৫. প্রশ্নঃ কতুবউদ্দীন ১১৯২ স্ত্রী রাজধানী লাহোর থেকে কোথায় স্থানান্তর করেন ।
উত্তরঃ দিল্লীতে

১৬. প্রশ্নঃ কুতুবউদ্দীন ১২০৩ খ্রীঃ কোন কোন অঞ্চল জয় করেন ?
উত্তর: কালিঞ্জর ও মাহোবা,

১৭. প্রশ্ন: "লাখ বক্স" উপাধিটি কার ?
উত্তর: কুতুবউদ্দীন আইবেকের

১৮. "কুতুব মিনার" নির্মাণ আরম্ভ করেন ?
উত্তর : কুতুবউদ্দীন

১৯. প্রশ্নঃ দানশীলতার দিক থেকে কুতুবউদ্দীনকে কার সাথে তুলনা করা হয় ?
উত্তর: হাতেম তাই

২০. প্রশ্ন: আইবেককে উন্নত চরিত্রের ভূয়সী প্রশংসা করে কোন ঐতিহাসিক ?
উত্তর: হাসান নিজামী,

২১. প্রশ্নঃ হাসান নিজামীর" তাজুল মাসির " কার নামে উৎসর্গ করেন ?
উত্তরঃ কুতুবউদ্দীন আইবেক,

২২ প্রশ্নঃ কুয়াত-উল ইসলাম কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ কুতুবউদ্দীন আইবেক,

২৩ প্রশ্নঃ কুয়াত-উল ইসলাম কোথায় অবস্থিত?
উত্তর: দিল্লীতে,

২৪ প্রশ্নঃ "আড়াই দিনকা ঝোপড়া "মসজিদ কোথায় অবস্থিত ?
উত্তর: আজমীরে,

২৫ প্রশ্নঃকে কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেন ?
উত্তর: সুলতান শামসউদ্দীন ইলতুতমিশ।

২৬ প্রশ্নঃ ইলতুতমিশের শাসনকাল কত ?
উত্তরঃ ১২১১ - ১২৩৬ খ্রী:

২৭.প্রশ্নঃ  সুলতান সামসউদ্দীন ইলতুতমিশ ছিলেন -
উত্তর: ইলবারি তুর্কি গোষ্ঠির লোক,

২৮. প্রশ্নঃ কুতুবউদ্দীন কাকে বদাউনের শাসনকর্তা নিযুক্ত করেন?
উত্তর: শামসউদ্দীন ইলতুতমিশের

২৯.প্রশ্নঃ কুতুব উদ্দীন এর মৃত্যুর পর কে দিল্লির সুলতান হয় ?
উত্তর: আরাম শাহ

৩০. প্রশ্নঃ ইলতুতমিশ সিংহাসনে আরোহন করেন কত খ্ৰী: ?
উত্তর: ১২১১ খ্রী:

৩১. প্রশ্নঃ মুহামম্মদ ঘোরির আমলের আমিরগণ কী নামে অভিহিত হতেন?
উত্তর : মুইজ্জী আমির

৩২ প্রশ্নঃ কুতুবউদ্দীন আমলের আমিরগণ কী নামে অভিহিত হতেন?
উত্তরঃ কুতুবী আমির

৩৩ প্রশ্নঃ ইলতুতমিশের আমলের আমিরগণ কী নামে অভিহিত হত?
উত্তর: শামসী আমির,

৩৪. প্রশ্নঃ ইলতুতমিস ১২১৪ খ্রী তরাইনের যুদ্ধে কাকে পরাজিত করেন?
উত্তর : ইয়ালদুজকে,

৩৫ প্রশ্নঃ হুসামউদ্দীন ইওজ খলজী কত খ্রী: কতৃত্ব স্থাপন করেন?
উত্তরঃ ১২১১ খ্রী:

৩৬. প্রশ্ন: হুসামউদ্দীন ইওজ খলজী সিংহাসনে বসার পর কী উপাধি গ্রহন করেন ?
উত্তরঃ গিয়াসউদ্দিন ইওজ খলজী,

৩৭.প্রশ্ন:কার নামে প্রথম সুলতানী আমলে মুদ্রা প্রচলিত হয় ?
উত্তর : গিয়াসউদ্দীন ইওজ খলজী

৩৯. প্রশ্ন: ইলতুতমিশ বক্সারের যুদ্ধে কাকে পরাজিত করেন ?,
উত্তর : নাসিরউদ্দীন কুবাচাকে

৪০ প্রশ্ন: সুলতান আব্বাসীয় খলিফার কাছ থেকে কোন খেতাব অর্জন করেন?
উত্তর: সুলতান উল আজম :

৪১ প্রশ্ন: ভারতে প্রাথমিক তুর্কি সুলতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : সুলতান শামসউদ্দীন ইলতুতমিশ

৪২ প্রশ্নঃ ইলতুতমিশের মৃত্যু হয় কত খ্রী:?
উত্তর: ১২৩৬ খ্রী

৪৩. প্রশ্ন:•কে "আল্লাহর রাজ্যের রক্ষক " হিসেবে উপাধিতে ভূষিত হন?
উত্তরঃ ইলতুতমিশ,

৪৪ প্রশ্ন: উচ ও মুলতানের শাসক কে ছিলেন?
উত্তর : নাসির উদ্দীন কুবাচা,

৪৫ প্রশ্নঃ কে সমগ্র রাজ্যকে কতগুলো ইকতা বা প্রদেশে বিভক্ত করে?
উত্তর: ইলতুতমিশ,

৪৬ প্রশ্ন: ইলতুতমিশ এক ধরনের রৌপ্য মুদ্রা প্রবর্তন করেন যা কি নামে পরিচিত ছিল?
উত্তর: তংকা

৪৭. প্রশ্নঃ সুলতানা রাজিয়া কাকে " আমির- " পদে নিয়োগ দেন?
উত্তর: জামালউদ্দীন ইয়াকুতকে .

৪৮ প্রশ্নঃ আলতুনিয়া কে ছিলেন?
উত্তর: ভাতিন্দার শাসনকর্তা

৪৯ঃপ্রশ্ন: সুলতানা রাজিয়া ছিলেন-
উত্তর: ইলতুতমিশের কন্যা,

৫০ প্রশ্নঃ "উমদাদ- উল- নিসওয়ান" কার উপাধি ছিল?
উত্তর: সুলতানা রাজিয়া,

No comments

Do leave your comments

Powered by Blogger.