Header Ads

Header ADS

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর - [MCQ]। Mughal Empire Question & Answer In Bengali

 

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর - [MCQ]। Mughal Empire Question & Answer In Bengali

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর - [MCQ]। Mughal Empire Question & Answer In Bengali

১. প্রশ্ন: মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জহিরউদ্দীন মুহাম্মদ বাবর,

২ প্রশ্নঃ জহিরউদ্দীন মুহাম্মদ বাবর পিতার দিক থেকে কার বংশধর ছিল?
উত্তর : চেঙগিস খান,

৩. প্রশ্নঃ জহিরউদ্দীন মুহাম্মদ বাবর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : তুর্কিখানের রাজ্য ফারগানায় ।

৪. প্রশ্ন: পানিপথ কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের রাজধানী দিল্লি থেকে ৮০ কি: মি: উত্তরে হরিয়ানা রাজ্যে,

৫. প্রশ্ন: পানিপথের প্রথম যুদ্ধ কার কার সাথে সংঘটিত হয় ?
উত্তর: ইব্রাহীম লোদী ও বাবরের মধ্যে,

৫. প্রশ্নঃ কে বাদশাহ উপাধি ধারণ করেন?
উত্তর : জহিরউদ্দীন মুহামম্মদ বাবর,

৭. প্রশ্নঃ কে ১৫ মাইল অন্তর অন্তর ডাকচৌকির ব্যবস্থা করেন ?
উত্তরঃ জহিরউদ্দীন মুহামম্মদ বাবর

৮. প্রশ্নঃ বাবর কোন তুর্কি কবিতার সংকলন করেন ?
উত্তর : দিওয়ান,

৯. প্রশ্নঃ বাবরের ফার্সি ভাষায় যে ছন্দ আবিষ্কার করেন তা কি নামে পরিচিত?
উত্তর: মুবইয়ান

১০. প্রশ্ন: বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
উত্তর: তুযুক-ই-বাবরী

১১.প্রশ্ন:কোন গ্রন্থটি মোঘল ইতিহাসের এক একঅনন
উওর : তুজুক ই-বাবরী

১২.কত বছর বয়সে বাবর সিংহাসনে বসেন?
উত্তর : মাত্র ১১ বছর বয়সে,

১৩.হুমায়ুন সিংহাসনে আরোহনের সময়ে কী নাম ধারণ করেন?
উত্তর: নাসিরউদ্দীন মুহাম্মাদ বা হুমায়ুন,

১৪. শেরখানের কাছে হুমায়ুন কোন দূর্গাটি সমর্পণ করেন?
উত্তরঃ চুনার দূর্গটি

১৫. কে পাঠান শক্তির উৎস ছিল?
উত্তরঃ বাহাদুর শাহ

১৬. বাহাদুর শাহ কোথাকার শাসক ছিলেন ?
উত্তর: গুপ্ত বংশের

১৭. গুজরাটের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে ?
উত্তরঃ বাহাদুর শাহের রাজত্বকালকে

১৮. শের খানের বাল্য নাম কী ছিল ?
উত্তর : ফরিদ,

প্রশ্ন ১৯. শের খান কোন উপদল ভুক্ত ছিলেন ?
উত্তর : শূর

২০ প্রশ্নঃ হুমায়ুন কোথাকার নাম দেন" "জান্নাতবাদ?
উত্তর: গৌড়

২১. প্রশ্ন: চৌসার যুদ্ধ সংঘটিত হয় কত খ্রী:?
উত্তর: ১৫৩৯ খ্রী:

২২ প্রশ্ন: কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ কত খ্রীঃ সংঘটিত হয়?
উত্তর: ১৫৪০ খ্রী:

২৩ প্রশ্নঃ চৌসার যুদেধ কে জয়লাভ করেন ?
উত্তর : শের খান,

২৪ প্রশ্নঃ শেরখানের নিকট হুমায়ুনের পরাজয়ের অন্যতম কারণ কী?
উত্তর: সম্রাটের অদূরদর্শিতা,

২৫ প্রস: খুদামীর, সাহাবউদ্দীন, 'কাফা, জৌহর প্রমুখ বিদ্বান ব্যক্তি কার রাজসভা অলংকৃত করেছেন?

উত্তর: হুমায়ুনের

২৫ প্রশ্নঃ মুঘল বংশের দ্বিতীয় শাসকের নাম কি?
উত্তরঃ হুমায়ূন,

প্রশ্ন ২৭ : পূর্ব বংশের রাজত্বকাল কত?
উত্তর : ১৫৪০ - ১৫৫৫ খ্রী:

প্রশ্ন ২৮: হুমায়ূনকে শের খান পরাজিত করার পর কি উপাধী গ্রহণ করে?
উত্তরঃ শাহ

প্রশ্ন ২৯: কোন দূর্গ অধিকার কালে শের শাহ মৃত্যুবরণ করেন?
উত্তর: কালিঞ্জর দূর্গ

প্রশ্ন ৩০ : শের শাহের দ্বিতীয় পুত্র ইতিহাসে কী নামে পরিচিত?
উত্তর : " সলিম শাহ"

প্রশ্ন ৩১ : ইসলাম শাহের রাজত্বকালে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা কোনটি ?
উত্তর: খাক্কারদের ধ্বংসসাধন।

প্রশ্ন ৩২; মুবারিজ খান কী উপাধি ধারন করে সিংহাসনে আরোহন করেন ?
উত্তর: মুহাম্মদ আদিল শাহ

প্রশ্ন ৩৩ : শের শাহের রাজ্যে মোট কতগুলো পরগনা ছিল?
উত্তর: ১,১৩,০০০

প্রশ্ন ৩৪: কার সময়ে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম শাসন ইউনিট ছিল গ্রাম ?
উত্তরঃ শের শাহের

প্রশ্ন ৩৫: শেরশাহের সময়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা কী নামে পরিচিত ছিল ?
উত্তর : শিকদার - ই- শিকদারান ও মুনসিফ ই মুনসিফান

প্রশ্ন ৩৫ : কে প্রথম পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন ?
উত্তর : শেরশাহ,

প্রশ্ন ৩৭ঃ তঙ্কা কি দিয়ে তৈরি হত ?
উত্তর: রুপা

প্রশ্ন ৩৮ঃ দাম কি দিয়ে তৈরি হত?
উত্তরঃ তামা

প্রশ্ন ৩৯ঃ আধুলি,  সিকি, দু -আনি ও এক আনি মুদ্রার প্রচলন করেন কে ?
উত্তর : শেরশাহ,

প্রশ্ন ৪০ : ১৮৩৫ খ্রী: কার প্রর্বতিত মুখে উপমহাদেশে আদর্শ মুদ্রার স্থান পায় ?
উত্তর: শের শাহের

প্রশ্ন ৪১: শেরশাহের নির্মিত সড়কগুলোর মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য কোনটি ?
উত্তর: গ্রান্ড ট্রাঙ্ক রোড

প্রশ্ন ৪২ : ঘোড়ার ডাক প্রচলন করেন কে ?
উত্তর : শের শাহ

প্রশ্ন ৪৩: ঘোড়ার ডাক কী নামে সুপরিচিত?
উত্তর: ডাক-চৌকি

প্রশ্ন ৪৪: মুল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: সম্রাট আকবর

প্রশ্ন ৪৫: ইতিহাসে আকবর কী নামে পরিচিত?
উত্তরঃ Akbar the Great

প্রশ্ন ৪৬: আকবরের বাল্য নাম কী ছিল?
উত্তর: জালালউদ্দীন

প্রশ্ন ৪৭: আকবরের মায়ের নাম কি ছিল?
উত্তর: হামিদা বানু

প্রশ্ন ৪৮: আগ্রার সিডি লাইব্রেরির সিড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় কার ?
উত্তর : হুমায়ুন,

প্রশ্ন ৪৯: পানিপথের ২য় যুদধ হয় কত খ্রী: ?
উত্তর ১৫৫৬ খ্রী:

প্রশ্ন ৫০: আকবরের সময় মেবারের রাজধানী কী ছিল ?
উত্তর : চিতোর

প্রশ্ন ৫১: কালিঞ্জর দূর্গের অধিপতি কে ছিলেন?
উত্তরঃ রামচন্দ্র

প্রশ্ন ৫২ : রাজপুত রাজাদের মধ্যে শক্তিশালী ও উদ্ভুত প্রকৃতির রাজা কে ছিলেন ?
উত্তরঃ উদয় সিংহ

প্রশ্ন ৫৩ : রনথম্ভোরের রাজা কে ছিলেন?
উত্তর: সুরজন

প্রশ্ন ৫৪ :আকবর সুরজনকে কী প্রদান করেন ?
উত্তরঃ দুইহাজারী মনসব

প্রশ্ন ৫৫: উদয় সিংহের পুত্র কে ছিলেন?
উত্তর: রানা প্রতাপ সিংহ

প্রশ্ন ৫৬: আকবরের সময় বাংলার শাসক কে ছিলেন ?
উত্তর : দাউদ খান কররানী

প্রশ্ন:৫৭: আকবর বাংলা বিজয় করেন কত সালে?
উত্তরঃ ১৫৭৬ খ্রী

প্রশ্ন:৫৮ঃদ্বীন-ই-ইলাহির আবর্তন করেন কে?
উত্তর: আকবর,

প্রশ্ন:৫৯ঃ দ্বীন- ই-ইলাহি প্রবর্তন করেন কত খ্রী:
উত্তর :১৫৮২ খ্রী

প্রশ্ন৬০: আকবর কোথায় ইবাদত খানা প্রতিষ্ঠা করে?
উত্তর: ফতেহপুর বিক্রিতে

প্রশ্ন ৬১: ইমাম - ই - আদিল " উপাধিটি কে গ্রহণ করেন? 
উত্তর: - আকবর,

প্রশ্ন৬২: আকবরের ধর্মনীতির মূল কথা কী ছিল ? প্রশ্ন
উত্তর : পরমত সহিষ্ণুতা বা সুলহ-ই-কুল-

প্রশ্নঃ ৬৩ঃ কোন বারে আকবর তার ধর্মনীতির দীক্ষা দিতেন?
উত্তর: রবিবারে,

প্রশ্ন ৬৪: আকবরের ধর্মনীতির ফলে কয়টি জিনিস উৎসর্গ করতে হত?
উত্তরঃ ৪টি

প্রশ্ন ৬৫ঃ কোন হিন্দু রাজা আকবরের ধর্মনীতি অনুসরণ করে এবং গ্রহন করেন ?
উত্তরঃ হিন্দু রাজ বীরবল

প্রশ্ন ৬৬: মোট করবেন আকবরের ধর্মনীতি গ্রহণ করেছিল?
উত্তর : ১৮ জন

প্রশ্ন ৬৭: আকবার তার সাম্রাজ্যকে কয়টি সুবা বা আদেশে বিভক্ত করে ?
উত্তর: ১৫টি

প্রশ্ন ৬৮: রায়তোয়ারি ব্যবস্থা বা যাবতি ব্যবস্থা কে প্রর্বতন করেন ?
উত্তর : আকবর.

প্রশ্ন ৬৯: মনসব শব্দের অর্থ কী?
উত্তরঃ পদ বা পদমর্যাদা

প্রশ্ন ৭০: কারা জাত ও সাওয়ার নামক ২টি পদমর্যাদা পেতেন?
উত্তর: মনসবদারগণ

গ্রাম ৭১: মুঘল ইতিহাসে শাহজাহানের রাজত্বকাল কী নামে খ্যাত?
উত্তরঃ The Age of Marble,

এর ৭২: মুঘল ইতিহাসে শাহজাহান কী নামে পরিচিত?
উত্তরঃ The prince of Builders or Engineer king,

No comments

Do leave your comments

Powered by Blogger.