সৈয়দ বংশ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর - [MCQ]। Syed Dynasty- Questions and Answers -In Bengali
সৈয়দ বংশ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর - [MCQ]। Syed Dynasty- Questions and Answers -In Bengali
১.প্রশ্নঃ সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: খিজির খান,
২. প্রশ্নঃ তুঘলক বংশের সর্বশেষ সুলতান কে ছিলেন?
উত্তর: সুলতান নাসিরউদ্দীন মাহমুদ
৩. প্রশ্নঃ কে নিজেকে মহানবি হযরত মুহাম্মদ (স.) এর বংশীর বলে দাবি করতেন ?
উত্তর : খিজির খান
৪. প্রশ্নঃ"বায়াত ই আলা" উপাধি ধারণ করেন কে?
উত্তরঃ খিজির খান,
৫. প্রশ্নঃ খিজির খান মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৪২১ খ্রীঃ
৬.প্রশ্নঃ মুবারক শাহ কার পুত্র ছিলেন ?
উত্তরঃ খিজির খানের
৭. প্রশ্নঃ তারিখ-ই- মোবারকশাহীর লেখক কে?
উত্তরঃ আবদুল্লাহ সরহন্দি,
৮. প্রশ্নঃ মোবারক শাহ কী উপাধি ধারন করেন ?
উত্তরঃ মুইজ-উদ-দীন মুবারক শাহ,
৯. প্রশ্নঃ মোবারক শাহের রাজত্বকালে কে প্রভাবশালী উজির ছিলেন?
উত্তরঃ সারোয়ার
১০.প্রশ্নঃদিল্লি সালতানাতের সর্বশেষ রাজবংশ কেমটি ছিল ?
উত্তরঃ লোদী বংশ
১১.প্রশ্নঃ কে সুলতানী শাসন ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করেন ?
উত্তরঃ বাহলুল খান লোদী,
১২ প্রশ্নঃ কত খ্রী: বাহালুল লোদী নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন?
উত্তর : ১৪৫১ খ্রী:
১৩. প্রশ্নঃ কে লোদী বংশের ও নিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান ছিলেন?
উত্তর: ইব্রাহিম লোদী,
১৪. প্রশ্নঃ ১৩২৬ খ্রীঃ এর ২০ এপ্রিল, কোন যুদ্ধ সংঘটিত হয়?
পানিপথের প্রথম যুদ্ধ
১৫. প্রশ্নঃ কে ইব্রাহিম লোদীকে পরাজিত ও নিহত করেন ?
উত্তরঃ জহিরুদ্দিন মুহাম্মদ বাবর,
১৬.প্রশ্নঃ সুলতান মুহাম্মদ শাহ বাহলুল লোদীকে কী উপাধী দেন?
উত্তরঃ খান-ই-খানান
১৭-প্রশ্নঃ কত স্ত্রী বাহলুল লোদী মৃত্যুবরণ করেন ?
উত্তর : ১৪৮৯ খ্রীঃ
১৮ প্রশ্ন: লোদী বংশের দ্বিতীয় সুলতান কে ছিলেন?
উত্তরঃ সিকান্দার লোদী
১৯. প্রশ্নঃ সিকান্দার লোদীর বাল্যনাম কি ছিল ?
উত্তরঃ নিজাম খান,
২০. প্রশ্ন: সিকান্দার লোদীর বিশেষ পৃষ্ঠপোষকতায় সংস্কৃত ভাষায় লিখিত চিকিৎসা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি?
উত্তর: তিব্বী সিকান্দারী,
২১. প্রশ্নঃ সিকান্দার লোদীর জেষ্ঠ্য পুত্র কে ছিলেন?
উত্তর: ইব্রাহিম লোদী,
২২.প্রশ্নঃ সুলতানি আমলে ভারতের প্রধান আয়ের উৎস কী ছিল ?
উত্তর: ভূমি রাজস্ব,
২৩. প্রশ্নঃ ইবনে বতুতার কোন গ্রনেথ সুলতানী আমলের বাংলার আর্থ সামাজিক অবস্থা সর্ম্পকে উল্লেখ রয়েছে ?
উত্তর : রিহালা-ই-ইবনে বতুতা,
২৪.প্রশ্নঃ ১ টাকায় ৮ মন চাল পাওয়া যেত কোন সময়ে ?
উত্তর: সুলতানী আমলে,
২৫. প্রশ্নঃ সুলতানী আমলের পতন ঘটে কীভাবে?
উত্তর: পানিপথের ১ম যুদেধর মাধ্যমে,
No comments
Do leave your comments